প্রেমসাগর পল্লীগীতি পঞ্চম খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এর প্রথম সংস্করণের প্রকাশক ছিলেন ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের শাহ নেওয়াজ চিশতী। মুদ্রক ফাতেমা প্রেস, ছাতক। ২০০১ সালের মে মাসে (১৪০৮ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে) দুর্বিন শাহ’র ছেলে মো. আলম শরীফ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। মুদ্রাকর কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ। বইটিতে সৃষ্টিতত্ত্ব, লোকগীতি, মারফতি/মুর্শিদি, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, বিরহ, সাক্ষাৎ ও বিচ্ছেদ পর্যায়ের ৫৮টি গান স্থান পেয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।
সূচীপত্র
- আউজুবিল্লাহ বিসমিল্লাহ
- তোমার মতো দরদি নাই গো এলাহি
- আল্লা তোমায় ডাকি গো
- খোদা তুমি জলিল জব্বার
- এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
- জানি বা জানি না, মানি বা মানি না
- কে বলে তুমি সর্বশক্তিমান
- আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- দমে দমে জপো রে মন
- নাম ছাড়া এক ডাক রইয়াছে
- নাম জপো রে, বসিয়া নিরালা
- জান্নাতের ফুল ফুটল এসে
- আরব দেশে ফুটছে ফুল
- সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
- ধরিয়া কাসেমের গলে
- মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
- পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- মুর্শিদ নাম ভরসা করে
- আমায় রাখিও চরণ তলে
- মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- ঠিক রাখিও নামাজ রোজা
- আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
- অচেনা এক জংলা পাখি
- পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
- দেহ পুড়ে সোনার বাংলা
- মেরাজে যাবে যদি ওরে মন
- ও ভাই রাখোনি খবর
- পাগলের প্রেমবাজারে গেলে
- হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- বেলা গেল সন্ধ্যা হলো
- শমন লইয়া পিয়ন খাড়া
- পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
- বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
- যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- বন্ধু আইও আইও
- বন্ধু রে, আমারে ভুলিয়া
- সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- সুজন বন্ধু রে
- শোন বলি নিষ্ঠুর কালা
- মন তো মানে না সই
- কী সুখে রইয়াছি আমি গো
- নবযৌবন আষাঢ় মাসে
- প্রাণ যায় গো যায়
- বনের কোকিলা রে
- বনের কোকিল রে
- রাত্র শেষে ডালে বসে
- কাইন্দ না রাই কমলিনী
- রাধার কথা নাই কি তোমার মনে
- ব্রজের কথা স্মরণ হইল
- শোনো গো রাই সোহাগিনী
- রাধে গো তোমার কারণে
- আজ রাধার শুভদিন মিলিল কানাই
- পাড়াগাঁয়ে বসত করি
- নদীর কূলে জলের ছলে
- যে দেশে বন্ধুয়ার বাড়ি
- সখি রে-
- কোথা হতে এলো টেডি জমানা