প্রেমসাগর পল্লীগীতি ষষ্ঠ খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৮২ সালে প্রকাশিত হয়। এতে দুর্বিন শাহ রচিত ৪৯টি গানের পাশাপাশি তাঁর ছেলে মো. আলম শরীফ রচিত ২৫টি গান সংকলিত হয়েছে। তাই এই গ্রন্থে মোট প্রকাশিত গানের সংখ্যা ৭৪টি। এই গ্রন্থটিতে সংকলিত গানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো আল্লাহ স্মরণে, নবি স্মরণে, জীব-পরমতত্ত্ব, মনঃশিক্ষা, ওলি-আউলিয়া স্মরণে, মুর্শিদ স্মরণে, দেহতত্ত্ব, নিগুড়তত্ত্ব, আত্মকথা, রাইবিচ্ছেদ, সখির সনে রাধার উক্তি, পাথরঘাটা, কুঞ্জ ভঙ্গ, বিরহ আক্ষেপ, ভাটিয়ালি, শ্যামের সনে সখির উক্তি এবং প্রেমতত্ত্ব। এখানে দুর্বিন শাহ রচিত ৪৯টি গান উল্যেখ করা হলো। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।
সূচীপত্র
- তব দরগাতে, ভেজি মোনাজাতে
- কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- জগত জননী মাতা, ফাতেমা আমার
- রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
- রাহমাতুল্লিল আল-আমিন
- আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
- আগে জানো আহাদের খবর
- এই যে সংসারে, প্রভু কও তারে
- ও মন পাগেলা রে
- হান্নান মান্নান বন্ধু রে
- প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
- আমি পাপী গোনাহগার
- গরিব নেওয়াজ হজরত শাহজালাল
- সিলেটে কৃতী সন্তান
- আমি গুনাগারের আশা গো
- মজো রে পাগেলা মন
- শোনো রে মন
- পাইয়া রে দেহরাজ্য
- অচিন এক জংলি পাখি
- ভবে আন্ধা-ধুন্ধার মেলা
- ঠেকছি ভবে গরিব হইয়া
- আসবে বলে গেল বন্ধু
- এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
- প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
- আমার দীন দরদি মাঝি ভাই
- বন্ধে কেন করে গো এমন
- মদনমোহন রূপে
- গিরিধারী নাগর ওরে বংশীধারী
- আইও পরানের ধন
- আমি কার কাছে জানাব গো
- যাইও না রে বন্ধু, যাইও না
- বন্ধু যদি হইত বাতাস
- প্রাণবন্ধু নাই দেশে
- আমি সুরমা নদীর নাইয়া
- কদমতলায় বাজায় বাঁশি গো
- মান কুলমান সব ছাড়িলাম
- প্রেমজ্বালা সহে না প্রাণে
- সে বিনে প্রাণ যায় না গো রাখা
- অপরাধ ক্ষমো বন্ধু রে
- আমারে ভিন্ন বাসিয়া
- ও শ্যামগৃহে কি আর যাবে না
- দুঃখ বুকে, কই না মুখে
- প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- বন্ধু রে-
- হলুদবরণ রূপের কন্যা রে
- প্রেম করা কি সকলে জানে