পূরবী

( )

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯২৫ সালে (১৩৩২ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীকরুণাবিন্দু বিশ্বাস ও মুদ্রণে ছিলেন শ্রীকার্তিকচন্দ্র বসু। এটি ইউ, রায় এণ্ড সন্স প্রেস, কলকাতায় মুদ্রিত হয়েছিলো। প্রকাশকের মতানুসারে কবিতাগুলি লেখার তারিখ অনুসারে সাজানো হয়েছে। ১৩২৪ বঙ্গাব্দ হতে ১৩৩০ এর মধ্যে লেখা কবিতাগুলি "পূরবী" অংশে (প্রথম ১৬টি কবিতা), ১৩৩১ বঙ্গাব্দে য়ুরোপ ও দক্ষিণ আমেরিকা ভ্রমণের সময় লেখা কবিতা "পথিক" অংশে (পরবর্তী ৬১টি কবিতা) দেওয়া হয়েছে। অনেক পুরানো কবিতা যা ততোদিনেও কোনো বইতে গ্রথিত হয় নাই, সেগুলি "সঞ্চিতা" অংশে (শেষ ১১টি কবিতা) ছাপানো হয়েছে। তাই সব মিলে এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ৮৮টি।

সূচীপত্র