রাজবন্দীর জবানবন্দী

( )

"রাজবন্দীর জবানবন্দী" কাজী নজরুল ইসলাম কর্তৃক লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা 'ধূমকেতু' ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে ১৯২৩ সালের ৭ ই জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি এই চার পৃষ্ঠার জবানবন্দী রচনা করেন। লিখিতভাবে আদালতে উপস্থাপিত সেই চার পৃষ্ঠার বক্তব্যই 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরিচিত। পরে 'উপাসনা ' ও 'সহচর ' পত্রিকায় (ফাল্গুন ১৩২৯/ ফেব্রুয়ারি-মার্চ ১৯২৩ সংখ্যায়) এবং বিভিন্ন পত্র পত্রিকা যেমন 'ধুমকেতু ', 'প্রবর্তক ' ইত্যাদি তে ১৯২৩ সালে তা প্রকাশিত হয়।