রাখালী

( )

“রাখালী” জসীম উদ্দীন প্রথম কাব্যগ্রন্থ হলেও এটি তাঁর সাহিত্যকর্মগুলোর মাঝে একটি মাইকফলক। এ কাব্যের জন্য আবুল ফজল তাঁকে “পল্লী কবি প্রতিনিধি” উপাধি দেন। এই গ্রন্থের ১৮ টি কাব্যের মধ্যে ৫টি রাখালিয়া ভাষায় রচিত গ্রাম্য গান। এই বইয়ের কবিতাগুলোর মধ্যে ‘কবর’ কবিতাটি সর্বাধিক জনপ্রিয় হয়।