হৃদপদ্মে জ্যোৎস্না দোলে
শামসুর রহমানের কাব্যগ্রন্থ যা ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।
সূচীপত্র
- অতিথি
- অবচেতনের জমি
- আকাশপ্রদীপ রূপে
- আমার পড়ার ঘর থেকে
- আমার ভেতরে অন্য কেউ
- আমি তো ডুবুরি নই
- আমি থাকি আমারই ধরনে
- আরোগ্যনিকেতনে একা
- ঈগল
- ঊনত্রিশ বছর পরেও
- এ কেমন অনুভূতি
- একজন নিশাচরের ডায়েরি থেকে
- একজন প্রৌঢ়, তিনটি পুস্তক
- একটি ধূসর বক
- একটি বিস্মৃত নাম
- একটি হাট-করা দরজা
- একান্নবর্তী
- এবং উঠোনে মুমূর্ষু কবুতর
- ওরা দু’জন
- কখনও ঝরাবে অশ্রু, কখনও আগুন
- কত অগ্নিবলয় পেরিয়ে
- কল্যাণের বাঁশি
- কিছু বাতিল কাগজ
- কোকিলের কঙ্কাল কুড়াই
- ক্ষ্যাপা হয়ে
- গোধূলিতে প্রত্যাশা
- জীবন হোক হাসি-ঝলসিত শারদ আকাশ
- টাইটান
- ডাক
- তবুও ভোরবেলা
- তসলিমার জন্যে পঙ্ক্তিমালা
- তার খেদোক্তি
- দুটো চোখ
- দূরত্ব
- ধিক্কারের ঝড়
- নিদ্রার কুয়াশায়
- পাউরুটিগণ
- পাড়াতলী গাঁয়ে যাই
- প্রকৃতির দীপ্র স্নিগ্ধ উৎসব
- ফিরে এসো বন্ধু
- ফেরার উপায় নেই
- বনসাই নই
- বাড়ি
- বিরহ
- মধ্যরাতে রেস্তোরাঁয়
- মনের বাঘের মুখে
- মহার্ঘ খোরাক
- মেঘখণ্ড কান্নাময়
- মেটামরফসিস
- রঙধনুর সাঁকো পেরিয়ে
- শেষ রাতে
- সৃজনের ধ্যান
- স্বপ্ন থেকে জেগে উঠে
- হে পক্ষী, হে বৃক্ষ