রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম

( )

কবি কাজী নজরুল ইসলামের অনুবাদিত কাব্যগ্রন্থ যা ১৯৫৯ সালের ডিসেম্বর মাসে (১৩৬৬ বঙ্গাব্দের পৌষ) প্রথম সচিত্র প্রকাশিত হয়। এর চিত্রায়নে ছিলেন খালেদ চৌধুরী। এবং এর ভূমিকা লিখেন সৈয়দ মুজতবা আলী। প্রকাশিকা: জোহরা খানম, কলিকাতা। পরিবেশক: স্টান্ডার্ড পাবলিশার্স, কলিকাতা। এতে মোট ১৯৭টি কবিতা রয়েছে। কবিতাগুলোর জন্য কবি কোনো শিরোনাম দেননি, তবে সংখ্যা দিয়ে ক্রমিক নাম্বার দিয়েছেন। তাই কবিতার প্রথম লাইনকে শিরোনাম হিসেবে ধরে আমাদের সাইটে প্রকাশ করা হলো।

সূচীপত্র