রূপসী বাংলা

( )

জীবনানন্দ দাশের কবিতাগ্রন্থ যা তার জীবিতকালে অপ্রকাশিত ছিলো। পরবর্তীতে পাণ্ডুলিপি থেকে অপরিমার্জিত অবস্থায় ১৯৫৭ সালে প্রকাশিত হয়েছিলো। জীবনানন্দ দাশ রূপসী বাংলা'র পাণ্ডুলিপি তৈরি করে থাকলেও বেঁচে থাকাকালীন এটি প্রকাশের উদ্যোগ নেন নি। তিনি গ্রন্থটির প্রচ্ছদ নাম নির্ধারণ করেছিলেন 'বাংলার ত্রস্ত নীলিমা'। ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশকালে দিলীপকুমার গুপ্ত এর নামকরণ করেন "রূপসী বাংলা।" শেষের ১২টি কবিতা প্রথম প্রকাশের পরবর্তী সংস্করণে সংযোজিত করা হয়েছে। এগুলো 'রূপসী বাংলা'র পাণ্ডুলিপি খাতায়' অন্যান্য কবিতা হিসেবে লিখিত ছিলো। সর্বোপরি এতে মোট ৭৩টি কবিতা রয়েছে।

সূচীপত্র