সেঁজুতি

( ১৯৩৮ )

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯১৪ সালে (১৩২১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীপুলিন বিহারী সেন। মুদ্রাকর ছিলেন শ্রীসূর্যনারায়ণ ভট্টাচার্য, তাপসী প্রেস, কলকাতা। এই কাব্যগ্রন্থের ভূমিকায় 'আশীর্বাদ' নামে একটি কবিতা ও তারপর মোট ১০৮টি শিরোনামবিহীন কবিতা প্রকাশিত হয়েছে। এই ১০৮টি কবিতার কোনোটিতেই শিরোনাম নেই। সেগুলো সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে লিখা হয়েছে। তাই প্রথম লাইনকে শিরোনাম হিসেবে দেখানো হলো।