স্ফুলিঙ্গ

( )

এটি রবীন্দ্রনাথের মরোনোত্তর কাব্যগ্রন্থ যা ১৯৪৫ সালে প্রকাশিত হয়। এতে কবিতাগুলোর শিরোনাম না দিয়ে সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে সাজানো হয়েছে। এ-ধরনের কয়েক ছত্রের ছোট কবিতাকে কবি নিজে আখ্যা দিয়েছিলেন 'কবিতিকা'। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করে তারপর গ্রন্থ আকারে প্রকাশিত হয়। মূলত ১৩৩৪ সালে "লেখন" প্রকাশিত হয়। লেখনের সগোত্র আরও বহু কবিতা রবীন্দ্রনাথের নানা পাণ্ডুলিপিতে, বিভিন্ন পত্রিকায়, ও তাঁহার স্নেহভাজন বা আশীৰ্বাদপ্রার্থীদের সংগ্রহে বিক্ষিপ্তভাবে সংগৃহীত ছিল। শ্রীকানাই সামন্ত, শ্রীপুলিনবিহারী সেন ও শ্রীপ্রভাতচন্দ্র গুপ্ত পাণ্ডুলিপি এবং বিভিন্ন স্বাক্ষরসংগ্রহের খাতা হতে এধরনের অনেকগুলি লেখা চয়ন করে সেসব কবিতাসমষ্টি হতে সংকলন করে 'স্ফুলিঙ্গ' প্রকাশিত হয়েছে।

সূচীপত্র