শেষ সপ্তক

( ১৯৩৫ )

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯৩৫ সালে (২৫ বৈশাখ, ১৩৫২) প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন শ্রীজগদিন্দ্র ভৌমিক ও মুদ্রণে ছিলেন শ্রীপ্রাণকুমার মুখার্জি, এস. আণ্টুল অ্যাণ্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। গ্রন্থটির প্রথম ৪৬টি কবিতার কোনো শিরোনাম না দিয়ে সংখ্যানুক্রমে সাজানো এবং পরবর্তী দশটি কবিতা সংযোজন হিসেবে শিরোনাম সহ প্রকাশিত হয়েছে। তাই প্রথম কবিতাগুলোর প্রথম লাইনকে শিরোনাম হিসেবে প্রকাশ করা হলো। এখানে ‘কার্তিক ১৩৯৬’ বঙ্গাব্দে বিশ্বভারতী থেকে প্রকাশিত গ্রন্থটির বানানরীতি অনুসরণ করা হয়েছে।

সূচীপত্র