সব কিছু নষ্টদের অধিকারে যাবে
হুমায়ূন আজাদের কাব্যগ্রন্থ যা ১৯৮৫ সালে প্রকাশিত হয়েছিলো।
সূচীপত্র
- খাপ-না-খাওয়া মানুষ
- নৌকো, অধরা সুন্দর
- যতােবার জন্ম নিই
- আশির দশকের মানুষেরা
- পৃথিবীতে একটিও বন্দুক থাকবে না
- পঙ্গু মুক্তিযােদ্ধাদের উদ্দেশে
- তোমার ফটোগ্রাফ
- অনুপ্রাণিত কবি আর প্রেমিকের মতাে
- ভেতরে ঢোকার পর
- কবির লাশ
- নাসিরুল ইসলাম বাচ্চু
- কবিতা- কাফনে-মােড়া অশ্রুবিন্দু
- বাঙলা ভাষা
- আমি যে সর্বস্বে দেখি
- কতােবার লাফিয়ে পড়েছি
- ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তোয়
- তোমার পায়ের নিচে
- আমাকে ভালোবাসার পর
- তোমাকে ছাড়া কী ক’রে বেঁচে থাকে
- না, তােমাকে মনে পড়ে নি
- তুমি সোনা আর গাধা করাে
- অন্ধ যেমন
- আমি কি ছুঁয়ে ফেলবাে?
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে