সুখ

( )

বাংলাদেশী ব্যান্ড দল এল.আর.বি. এর তৃতীয় স্টুডিও এ্যালবাম। ১৯৯৩ সালের ২৪শে জুন এ্যালবামটি সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসে। মূলত অডিও ক্যাসেট আকারে এ্যলবামটি বাজারে এলেও পরবর্তীতে সিডি আকারেও রিলিজ করা হয়েছিলো। সর্বমোট বারোটি গান দিয়ে সাজানো এই এ্যালবামটিতে "চলো বদলে যাই", "রূপালী গীটার" এবং "গতকাল রাতে" -এর মত কালজয়ী ট্র্যাক রয়েছে। এটিকে মূলত এল.আর.বি.-র সবচেয়ে ব্যবসা সফল এ্যালবাম হিসেবেও গণ্য করা হয়। আইয়ুব বাচ্চু লীড ভোকাল এবং গীটারিস্ট হিসেবে বাজিয়েছেন, সাথে কী-বোর্ডে ছিলেন এস.আই.টুটুল, বেইজ গীটার বাজিয়েছেন সাঈদুল ইসলাম স্বপন এবং ড্রামে ছিলেন হাবিব আনোয়া জয়। ইঞ্জিনিয়ারিং এবং মিক্সিং-এ ছিলেন আজম বাবু।