তীর্থ সলীল

( ১৯০৮ )

এটি সত্যেন্দ্রনাথ দত্ত-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯০৮ সালে (১৩১৫ বঙ্গাব্দে) কলকাতায় মেট্‌কাফ্‌ প্রেস্‌ কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এটি সংক্সৃত প্রেস ডিপজিটরী কর্তৃক প্রকাশিত। এর প্রিণ্টিং এ ছিলেন মেসার্স মুখার্জ্জি এণ্ড চাটার্জ্জি। এতে ১টি গান (নূতন মধুর লালসা-লোলুপ অলি হে!) ও ১৭৮টি কবিতা রয়েছে।

সূচীপত্র