তুমিহীনা সারাবেলা

( )

একটি বাংলাদেশী মিক্সড ব্যান্ড এ্যালবাম যা ১৯৯৭ সালে সাউন্ডটেকের ব্যানারে রিলিজ হয়েছিলো। প্রথমে অডিও টেপ আকারে বাজারে আসলেও জনপ্রিয়তার কারনে বেশ ক'বছর পর পুনরায় এ্যলবামটি সিডি ফরম্যাটে রিলিজ করা হয়। ব্যান্ড ঘরানার এ্যালবাম হওয়া সত্ত্বেও "অবাক হয়ে যাই" ট্র্যাকটিতে তবলা ব্যবহার করা হয়েছে এবং বাজিয়েছেন মিলন দে। অন্যদিকে "খেয়ালী আলাপন" ট্র্যাকটিতে ভায়োলিন বাজিয়েছেন সুনীল দে। অভিশ্রুতি রেকর্ডি স্টুডিওতে সবগুলো গান ধারণ করা হয়। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে এবং সবগুলো গানের সুর করেছেন আইয়ুব বাচ্চু, যদিও কিছু গানের রচয়িতাও তিনি নিজেই।