উৎসর্গ

( বিশ্বভারতী, ভারত, ১৯১৪ )

এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ যা ১৯১৪ সালে (১৩২১ বঙ্গাব্দ) প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীজগদিন্দ্র ভৌমিক, সম্পাদক ছিলেন মোহিতচন্দ্র সেন এবং মুদ্রকে ছিলো স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, কলকাতা। এই কবিতাগ্রন্থে কবি কোনো কবিতার শিরোনাম না দিয়ে তা প্রথম ৪৬টি কবিতাকে সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে সাজানো হয়েছে এবং পরবর্তি ১৩টি কবিতাকে সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে। তাই প্রতিটি কবিতার প্রথম লাইন শিরোনাম হিসেবে ব্যবহার করা হলো।

সূচীপত্র