ভাঙার গান

( )

এটি কবি কাজী নজরুল ইসলাম-এর একটি বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ যেখানে কবিতা ও গান রয়েছে। এটি ১৯২৪ সালের আগষ্ট মাসে (শ্রাবণ ১৩৩১) গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবি এটি মেদিনীপুরবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পক্ষে উৎসাহদানকারী কবিতা ও গান থাকায় তৎকালীন বঙ্গীয় সরকার বইটি প্রকাশের কয়েকদিন পর ১১ই নভেম্বর ১৯২৪ সালে এটি বাজেয়াপ্ত করে। ব্রিটিশ সরকার কখনো এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তাই পরবর্তিতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ১৯৪৯ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এতে প্রথম দিকে ৮টি গান ও শেষে ৩টি কবিতা রয়েছে।