ভানুসিংহ ঠাকুরের পদাবলী

( ১৮৮৪ )

এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিকাব্য যা ১৮৮৪ সালে (১২৯১ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। কবি পরে এটিতে সুর প্রদান করে গান হিসেবে প্রকাশিত করেন। এতে মোট ২১টি গান রয়েছে। গ্রন্থটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত এবং দি ব্রাহ্মসমাজ যন্ত্রে শ্রী কালিদাস চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত।