ভানুসিংহ ঠাকুরের পদাবলী
এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিকাব্য যা ১৮৮৪ সালে (১২৯১ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। কবি পরে এটিতে সুর প্রদান করে গান হিসেবে প্রকাশিত করেন। এতে মোট ২১টি গান রয়েছে। গ্রন্থটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত এবং দি ব্রাহ্মসমাজ যন্ত্রে শ্রী কালিদাস চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত।
সূচীপত্র
- বসন্ত আওল রে
- শুনলো শুনলো বালিকা
- হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
- শ্যাম রে, নিপট কঠিন মন তোর
- সজনি সজনি রাধিকালো
- বঁধুয়া, হিয়াপর আওরে
- শুন সখি বাজত বাঁশি
- গহন কুসুম কুঞ্জ মাঝে
- সতিমির রজনী
- বাজাও রে মোহন বাঁশি
- আজু সখি মুহু মুহু
- গহির নীদমে
- সজনি গো, শাঙন গগনে
- বাদর বরখন
- সখিরে পিরীত বুঝবে কে
- হম সখি দারিদ নারী
- মাধব, না কহ আদর বাণী
- সখিলো, সখিলো, নিকরুণ মাধব
- বার বার, সখি, বারণ করনু
- দেখলো সজনী চাঁদনি রজনী
- মরণ রে, তুঁহু মম শ্যাম সমান