ভাটির চিঠি
এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর একটি গীতিগ্রন্থ যা ১৯৯৮ সালের ২৪ এপ্রিল (১৪০৫ বঙ্গাব্দের ১১ বৈশাখ) সিলেটের জিন্দাবাজারে সিলেট স্টেশন ক্লাব কর্তৃক সিলটেক কম্পিউটার এন্ড অফসেট প্রিণ্টিং প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়। কবি গ্রন্থটি তাঁর বাবা-মার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন। গ্রন্থটিতে ভাটি অঞ্চলের সমাজ ও সাংস্কৃতিক জীবনের চালচিত্র অঙ্কিত হয়েছে। 'ভাটির চিঠি' শিরোনামে কবি ভাটি অঞ্চলের সমাজ ও সাংস্কৃতিক জীবনের চালচিত্র অঙ্কন করেছেন এবং 'বিলাতের স্মৃতি' শিরোনামে কবি ১৯৮৫ সালে দ্বিতিয়বারের মতো তাঁর বিলাত ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই দুটি রচনা সহ এতে 'দেশের গান মানুষের গান' অংশে ৮৩টি গান রয়েছে। তবে এর মধ্যে ১৯৮১ সালে প্রকাশিত কবির 'কালনীর ঢেউ' থেকে ৩১টি গান পুণমুদ্রিত এবং ১টি গান আংশিক মুদ্রিত। কবি কালনীর ঢেউ বই-এ প্রকাশিত 'বাংলা মোদের জন্মভূমি বাংলা মোদের দেশ' গানটি এই গ্রন্থে কিছুটা পরিবর্তিতরূপে মুদ্রণের পর মূল গ্রন্থের (কালনীর ঢেউ) পরবর্তী সংস্করণে আর দেননি।
সূচীপত্র
- ভাটির চিঠি
- বিলাতের স্মৃতি
- আর কিছু চায় না মনে গান ছাড়া
- মন মজালে ওরে বাউলা গান
- কত কথা মনে পড়ে
- স্থান নয় আমার দালান কোঠায়
- তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল
- এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া
- মরণ ফাঁদে পড়ে কাঁদে
- হাওর এলাকাবাসী
- দেশে আইল ভেজাইল্যা বন্যা
- কৃষক মজুর ভাই সবারে জানাই
- মোদের কী হবে রে কৃষক মজুর ভাই
- গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি
- প্রাণে বাঁচা দায়
- ওরে মজুর চাষা করো কার আশা
- ফেব্রুয়ারির একুশ তারিখে
- কত মায়ে কান্দে পুত্রহারা হইয়া রে- বুকে ব্যথা পাইয়া
- স্বাধীন বাংলায় রে বীর বাঙালি ভাই
- মনের দুঃখ বলবো কারে
- দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে
- শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণাল
- অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান
- উন্দুর মারো রে দেশের জনগণ
- জনসমুদ্রে নতুন জোয়ার এল রে
- শান্ত মনে ভোট দাও এবার
- এবার ভোট কারে দিবে
- শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয়
- বর্তমান সমাজের
- স্বাধীন দেশে মানুষের
- গরিবের স্বাধীনতা আসবে কখন
- স্বাধীন দেশে থাকি
- আমরা সবাই মিলে বাঁচতে চাই
- এই সব নিয়ে দ্বন্দ্ব কেন
- হারা জিনিস ফিরে পাবে
- স্বাধীন দেশে মানুষের
- বড় ভাবী গো, আমারে ঠেকাইছন আলায়
- ভয় করো না এক হয়ে যাও
- মনে মনে ভাবিতেছি
- রক্ত দিয়ে স্বাধীন হলেম
- শক্তিসম্পদ আছে যাদের
- এ দেশে স্বার্থপরদের
- ঈদ এসেছে দুঃখ দিতে
- নূতন বৈশাখ মাসে
- আজ প্রথম মে দিবসে
- দেশ এবং মানুষের যদি চাও উন্নতি
- সুদিন আসবে
- সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়
- নাও বাইয়া যায় রে পাইক সারি সারি
- শাকশবজি ফলাইও গো
- বৃক্ষ নিয়ে ভাবছি এবার বাউল সবাই
- মনের বেদনা
- জ্ঞানী গুনী সবাই বলেন
- আমার দেশে কেন আমি
- তিনশো ষাইট আউলিয়ার দেশ