ভাটির চিঠি

( )

এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর একটি গীতিগ্রন্থ যা ১৯৯৮ সালের ২৪ এপ্রিল (১৪০৫ বঙ্গাব্দের ১১ বৈশাখ) সিলেটের জিন্দাবাজারে সিলেট স্টেশন ক্লাব কর্তৃক সিলটেক কম্পিউটার এন্ড অফসেট প্রিণ্টিং প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়। কবি গ্রন্থটি তাঁর বাবা-মার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন। গ্রন্থটিতে ভাটি অঞ্চলের সমাজ ও সাংস্কৃতিক জীবনের চালচিত্র অঙ্কিত হয়েছে। 'ভাটির চিঠি' শিরোনামে কবি ভাটি অঞ্চলের সমাজ ও সাংস্কৃতিক জীবনের চালচিত্র অঙ্কন করেছেন এবং 'বিলাতের স্মৃতি' শিরোনামে কবি ১৯৮৫ সালে দ্বিতিয়বারের মতো তাঁর বিলাত ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই দুটি রচনা সহ এতে 'দেশের গান মানুষের গান' অংশে ৮৩টি গান রয়েছে। তবে এর মধ্যে ১৯৮১ সালে প্রকাশিত কবির 'কালনীর ঢেউ' থেকে ৩১টি গান পুণমুদ্রিত এবং ১টি গান আংশিক মুদ্রিত। কবি কালনীর ঢেউ বই-এ প্রকাশিত 'বাংলা মোদের জন্মভূমি বাংলা মোদের দেশ' গানটি এই গ্রন্থে কিছুটা পরিবর্তিতরূপে মুদ্রণের পর মূল গ্রন্থের (কালনীর ঢেউ) পরবর্তী সংস্করণে আর দেননি।

সূচীপত্র