প্রেম

মৌন বিকাশ

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

ওগো আজকে তোমারি আঙিনার কোলে মুকুল মেলিল আঁখি! ধূলির কোলে সে কোথা হ'তে এল স্বৰ্গ-সুষমা মাখি'! এনেছে সে শোভা এনেছে গো হাসি, অঙ্গ ভরিয়া সৌরভরাশি; তাহারি রূপের মাধুরি হেরিয়া কুহরি' উঠিছে পাখী! ওগো সে এসেছে যে, তারে আরতি করিয়ে নে;...বিস্তারিত

পুষ্পময়ী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

স্বজনি! তোর অঙ্গে ফুলের বাস! ফুলের মতই হাসিস্‌! -ও তুই ফুলের মতই চাস্‌! কোন্‌ দেবতার কুঞ্জবনে ছিলি গো তুই কোন্‌ ভুবনে, কোন্‌ রজনীগন্ধা তুমি ফেলিছ নিশ্বাস!বিস্তারিত

প্রেমাভিনয়

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

আয় সখী, তোরে শিখাই আদরে ভালবাসাবাসি খেলা! কাছাকাছি এসে অকারণে হেসে শেষে ভালবেসে ফেলা! না চাহিতে-পাওয়া ধন সে, স্বজনি, ভালবাসা তার নাম, যে তারে জেনেছে হৃদয়ে টেনেছে নাহি তার বিশ্রাম! আকাশের বুকে ফাঁদ পেতে সুখে চাঁদ নিয়ে হেলাফেলা, হাসিতে হাসিতে...বিস্তারিত

মহুয়া ফুল

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

যায় যে ব'য়ে ফাগুন-রাতি, কই গো রাজবালা! আমায় নিয়ে গাঁথবে না আর স্বয়ম্বরের মালা? রসে ভরা ফলের মতন নিটোল সোনা ফুল,- ধূলায় শেষে ঝরব? হব' ধূলার সমতুল? ফলের পরিপূর্ণ ছাঁদে শোভন আমার কায়, সফল করি সোনার স্বপন, ভুলছ কি তা'?...বিস্তারিত

স্বপ্নময়ী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

স্বপনের মত এসে চলে যাও, রেখে যাও মনে আবেশখানি। নয়নের কোণে হেসে চলে যাও,- মূল্য তাহার আমিই জানি। জোছনা সমুখে থমকি' দাড়ায়, বনের কুস্থম মু'খানি বাড়ায়, তরু-পল্লবে পলক পড়ে না, পার্থীর কণ্ঠে মিলায় বাণী; ফাগুনী হাওয়ায় ভেসে চলে যাও পরাণে...বিস্তারিত

মনের চেনা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

মন যারে চেনে নয়ন চিনায় সেই সে আমার পরাণ-বঁধু; পাত্রে পাত্রে নাই সুধা, হায়! পুষ্পে পুষ্পে নাহিক মধু। নয়ন নয়নে নাহি উল্লাস সকল তারায় নাহিক শোভা; অধরে অধরে নাহিক তিয়াষ, তরুণ জনের পরাণ-লোভা! মন চেনে শুধু সে দু'টি নয়ন যে...বিস্তারিত

নীরবতার নিবিড়তা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে সুধাস্ নে; ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে নিভাস্ নে। নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে মূরতি যেন, তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে রশ্মি হেন! (তবু) চাস্‌নে চোখের কোণে...বিস্তারিত

বাঁশী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা পথের পথিক বঁধু! কোন্‌ গোপন মনের দুখ-সুখ-মাখা হৃদি সঞ্চিত মধু! সে যে অধর-পরশে চকিতে জাগিয়া ফুকারি উঠিছে ডাকি; ওগো বাঁশীর মাঝারে ধ'রে কি রেখেছে ভুবন-ভুলানো পাখী? সে যে সোহাগ-পাগল দুলালের মত অভিমানে...বিস্তারিত

বিরহী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

গাঙে যখন জোয়ার আসে থেকো তুমি সাগরে; ওই পরশে সরস বারি মাখ্‌ব অঙ্গে আদরে। হারা আমার হিয়ার টানে চেয়ো বারেক তারার পানে, পড়্‌ব দোহে দোঁহার লিপি আকাশ-ভরা আখরে!বিস্তারিত

স্বপন

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রেম

স্বপন যদি সত্যি সফল হয়! (তবে) তোমায় আমায় এই যে প্রণয় আবার হবে মধুময়! জগৎ যদি ফিরায় আঁখি তবু আমি ভরসা রাখি হ'ব সুখী, ফিরবে সুদিন,- হৃদয় আমার কয়!বিস্তারিত