প্রকৃতি

নব পুষ্পিতা

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

আহা! ওইখানে তুই থাকিস্! ও জুঁই লুকাস্‌ নে খানিক! তোর জ্যোৎস্না-হানা হাসিতে আজ ফুটল কি মাণিক! নূতন যেন দেখিস্‌ ধরা,- বিনি-মদের নেশায় ভরা! সাঁঝের কুঁড়ি! সৌরভে তোর ভুবন অনিমিখ্‌!বিস্তারিত

জুঁই

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

বরষার ধারা-যন্ত্র-ভবনে খুলেছে কল, চল্‌ সখী মোরা তরুণ এ তনু জুড়াই চল্‌। শিথিল ক'রে দে সবুজ আঙিয়া, আজ বিকালে, কিসের সরম মেঘে ঘেরা এই রং মহালে? আঁধার কানন আলো করি আয়, বন-জোসিনী! আয় সুবাসিনী, আয় গো অমলা, সন্তোষিনী; হৃদয়ের মধু-গন্ধ-গেহের...বিস্তারিত

শ্রাবণী

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

নব গৌরবে রজনীগন্ধা কুসুমদণ্ড তুলিল! শাখায় শাখায় মুখ-সৌরভে নব কদম্ব দুলিল! আকাশে বাতাসে সলিল-কণিকা নাচে গো, কামিনী-যূথির উরসে মরণ যাচে গো; ঝিল্লীমুখর পল্পীভবন, স্বপ্নভুবন খুলিল!বিস্তারিত

কৃষ্ণকেলি

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

পরীর ছেলেরা বিনিসূতে যবে ওড়ায় ফড়িং-ঘুড়ি দুপুরের সেই আলোকের পুবে আমরা অফুট কুঁড়ি; সন্ধ্যার হাওয়া বহিলে ভুবনে তবে সে ঘামটা খুলি, আঙিনার কোলে ভাঁজে ভাঁজে খোলে রঙীন পাপ্‌ড়িগুলি! আমরা কৃষ্ণকেলি, কাহারো পরনে জর্দ্দা তসর কাহারো বা রাঙা চেলি! আকাশ-বাহিনী মন্দাকিনীর...বিস্তারিত

পুষ্প-মেঘ

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

ওগো শরতের শুক্ল শশী! কোন্‌ দেশে আজি দৃষ্টি তোমার কি ভাবে না জানি একেলা বসি'! তোমার অমল অমেয় অমিয়া মেঘ-মল্লিকা হ'তেছে জমিয়া, আমি চেয়ে আছি,-অমৃত-খণ্ড ভূতলে কখন্‌ পড়িবে খসি'! দূরে দূরে তারা স্বপনে মিলায়,- কত ভঙ্গীতে, ছন্দে লীলায়! নিশিদিশি তারা...বিস্তারিত

শরতের প্রতি

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

হৃদয়-জয়ের বাজিয়ে বাঁশী দিগ্বিজয়ী! কোথায় যাও? দাঁড়াও, তোমায় দেখি খানিক, নয় তো আমায় সঙ্গে নাও! ডাক দিয়েছ একেবারে সকল ঘরের দ্বারে দ্বারে, কুবের-পুরীর সোনার রাশি দ্বারে দ্বারেই লুটিয়ে দাও! আর্দ্র মেঘের স্নিগ্ধ কোলে বিদ্যুতে ঘুম পাড়াও ছলে, সোনার তুলি বুলিয়ে...বিস্তারিত

পদ্মের প্রতি

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

যখন প্রথম প্রভাত-রবি দৃষ্টি হানে তোমার 'পরে, বল দেখি কমল! তোমার প্রাণের ভিতর কেমন করে? সকল মধু-গন্ধ-হাসি প্রাণের অফুট স্বপন রাশি ফুট্‌তে গিয়ে একেবারে ওঠে না কি অশ্রু ভ'রে? আমি আপন হৃদয় দিয়া বুঝতে পারি তোমার হিয়া,- বুঝ্‌তে পারি আলোয়...বিস্তারিত

লীলাকমল

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

মৃত্তিকা সাথে বাঁধা আছি আমি জলেরো সঙ্গে আছি, তবু আলোকের মুক্তি-লোকেতে পৌঁছিয়া যেন বাঁচি! মৃণালের ক্ষীর সম্বল করি' সলিল ফুঁড়িয়া উঠি,- নিশ্বাস রুধি' দীর্ঘ যামিনী কঠিন করিয়া মুঠি। অরুণের মৃদু পাণির পরশে পরাণ ভরিয়া ওঠে, শিথিলিয়া মুঠি আলোকের দান শতদল...বিস্তারিত

কুমুদ

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

চাঁদের চুমায় জাগিয়া উঠেছি বিথারি' অমল ছত্র, আমি কুমুদিনী নৈশ-বাতাসে খুলেছি সুরভি-সত্র! অন্ধ ভ্রমর বন্ধ রয়েছে মুদিত কমল-বক্ষে, জোনাকী আমার বন্ধু এসেছে জোছনা আহরি' পক্ষে! গোপন করেছে প্রাচীন রোহিত তার হরিহর মূর্ত্তি, আলোক-লিপ্ত লহরে এখন জাগে শফরীর স্ফূর্ত্তি! কূলে দেউলের...বিস্তারিত

শেফালি

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কবিতা, প্রকৃতি

যখন তিমিরে ভাঁটা পড়ে আসে জেগে জেগে ওঠে ডাঙা, ঊষার ছবিটি বুকে ধরি' যবে মেঘের মুকুর রাঙা; সুপ্ত শিশুর হাসি সম যবে প্রভাতের সরোবরে প্রথম-আলোক-পরশ-পুলকে মৃদু লেখা সঞ্চরে, তখনি আমরা ঝরি,- শরতের নব শিশিরের সনে ঘন তৃণ বন 'পরি। নামি...বিস্তারিত