সনেট

কমলে কামিনী

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে। (বসি বামা শতদল-দলে নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে মনোহরা।) বাম করে সাপটি হেলনে গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে। গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে, বহিছে দহের বারি মৃদু কলকলে।- কার না ভোলে রে মনঃ, এ হেন...বিস্তারিত

অন্নপূর্ণার ঝাঁপি

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করি, পশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরে অন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী, অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।- দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি, রাজাসন, রাজছত্র, দেবেন সত্বরে রাজলক্ষ্মী; ধন-স্রোতে তব ভাগ্যতরি ভাসিবে অনেক দিন, জননীর বরে। কিন্তু চিরস্থায়ী অর্থ নহে এ...বিস্তারিত

কাশীরাম দাস

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

চন্দ্রচূড়-জটাজালে আছিলা যেমতি জাহ্নবী, ভারত-রস ঋষি দ্বৈপায়ন, ঢালি সংস্কৃত-হ্রদে রাখিলা তেমতি;- তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন। কঠোরে গঙ্গায় পূজি ভগীরথ ব্রতী, (সুধন্য তাপস ভবে, নর-কুল-ধন!) সগর-বংশের যথা সাধিলা মুকতি, পবিত্ৰিলা আনি মায়ে, এ তিন ভুবন; সেই রূপে ভাষা-পথ খননি স্ববলে,...বিস্তারিত

কৃত্তিবাস

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

জনক জননী তব দিলা শুভ ক্ষণে কৃত্তিবাস নাম তোমা!- কীর্ত্তির বসতি সতত তোমার নামে সুবঙ্গ-ভবনে, কোকিলের কণ্ঠে যথা স্বর, কবিপতি, নয়নরঞ্জন-রূপ কুসুম-যৌবনে, রশ্মি মাণিকের দেহে! আপনি ভারতী, বুঝি কয়ে দিলা নাম নিশার স্বপনে, পূর্ব্ব-জনমের তব স্মরি হে ভকতি! পবন-নন্দন হনূ,...বিস্তারিত

জয়দেব

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

চল যাই, জয়দেব, গোকুল-ভবনে তব সঙ্গে, যথা রঙ্গে তমালের তলে শিখীপুচ্ছ-চূড়া শিরে, পীতধড়া গলে নাচে শ্যাম, বামে রাধা- সৌদামিনী ঘনে! না পাই যাদবে যদি, তুমি কুতূহলে পূরিও নিকুঞ্জরাজী বেণুর স্বননে! ভুলিবে গোকুল-কুল এ তোমার ছলে,- নাচিবে শিখিনী সুখে, গাবে পিকগণে,-...বিস্তারিত

কালিদাস

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

কবিতা-নিকুঞ্জে তুমি পিককুল-পতি! কার গো না মজে মনঃ ও মধুর স্বরে? শুনিয়াছি লোক-মুখে আপনি ভারতী, সৃজি মায়াবলে সরঃ বনের ভিতরে, নব নাগরীর বেশে তুষিলেন বরে তোমায়; অমৃত রসে রসনা সিকতি, আপনার স্বর্ণ বীণা অর্পিলা ও করে!- সত্য কি হে এ...বিস্তারিত

মেঘদূত

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

কামী যক্ষ দহি, মেঘ, বিরহ-দহনে, দূত-পদে বরি পূর্ব্বে, তোমায় সাধিল বহিতে বারতা তার অলকা-ভবনে, যথা ক্ষুণ্ণ মনে প্রিয়া শূন্যঘরে ছিল। কত যে মিনতি কথা কাতরে কহিল তব পদতলে সে, তা পড়ে কি হে মনে? জানি আমি, তুষ্ট হয়ে তার সে...বিস্তারিত

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

গরুড়ের বেগে, মেঘ, উড় শুভ ক্ষণে। সাগরের জলে সুখে দেখিবে, সুমতি, ইন্দ্র-ধনুঃ-চূড়া শিরে ও শ্যাম মূরতি, ব্রজে যথা ব্রজরাজ যমুনা-দর্পণে হেরেন বরাঙ্গ, যাহে মজি ব্রজাঙ্গনে দেয় জলাঞ্জলি লাজে! যদি রোধে গতি তোমার, পর্ব্বত-বৃন্দ, মন্দ্রি ভীম স্বনে বারি-ধারা-রূপ বাণে বিঁধো, মেঘপতি,...বিস্তারিত

“বউ কথা কও”

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে বসি, বউ কথা কও, কও এ কাননে?- মানিনী ভামিনী কি হে ভামের গুমরে, ঢাকিয়াছে ঘোমটায় সুচন্দ্র-বদনে? তেঁই সাধ তারে তুমি মিনতি-বচনে? তেঁই হে এ কথা-গুলি কহিছ কাতরে? বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে,-...বিস্তারিত

পরিচয়

  • মাইকেল মধূসুদন দত্ত
  • কবিতা, সনেট

যে দেশে উদয়ি রবি উদয়-অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে প্রভাতে; যে দেশে গাই, সুমধুর কলে, ধাতার প্রশংসা-গীত, বহেন সাগরে জাহ্নবী; যে দেশে ভেদি বারিদ-মণ্ডলে (তুষারে বপিত বাস ঊর্দ্ধ কলেবরে, রজতের উপবীত স্রোতঃ-রূপে গলে,) শোভেন শৈলেন্দ্র-রাজ, মানঃ-সরোবরে (স্বচ্ছ দরপণ!) হেরি ভীষণ...বিস্তারিত