আমাদের সম্পর্কে

প্রকাশনী.নেট এর সূচনা হয়েছিলো অনেকটা নিভৃতে, নিতান্তই ব্যক্তিগত উদ্যোগের হাত ধরে। হাজারো ব্যক্তিগত সীমাবদ্ধতার মাঝেও কোন ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগীতা ছাড়াই আমরা গুটিকয়েকজন এই উদ্যোগের সহযাত্রী হয়েছি। আর দেখতে দেখতে প্রকাশনী-ও খুব অল্প সময়ে মধ্যে অনেকটা পথ পেরিয়ে এসেছে। এটা কেবল সম্ভব হয়েছে কিছু নিবেদিত সাহিত্যানুরাগীর ঐকান্তিক চেষ্টা আর ভালোবাসার কারণে।

আপনাদের পদচারনায় মুখরিত হোক প্রকাশনীর পাতাগুলো, বাংলা সাহিত্যের প্রতিটি পাতা ছড়িয়ে পড়ুক বিশ্বদরবারে, তবেই কেবল আমাদের এই প্রচেষ্টা তার প্রকৃত সফলতার মুখ দেখবে। ধন্যবাদ।

সম্পাদকমন্ডলী

ইফতেখার ভূইয়াপ্রকাশক ও সম্পাদকনিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
রাশেদুল ইসলামসম্পাদকঢাকা, বাংলাদেশ
আনোয়ার সাদাতসম্পাদকসিডনী, অস্ট্রেলিয়া