গোপনীয়তার নীতি

এই পাতায় প্রকাশনী.নেট -এর তথ্য গোপনীয়তার নীতিগুলো বিস্তারিত আকারে তুলে ধরা হলো।

নিবন্ধন

প্রকাশনী.নেট সবার জন্য উন্মুক্ত এবং সাইটটি ঘুরে দেখার জন্য নিবন্ধন আবশ্যক নয়। কেবল মাত্র আমাদের সাইটের ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণের জন্য নিয়োজিত কিছু সংখ্যক ব্যবহারকারীর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে নিবন্ধন করা হয়ে থাকে।

তথ্য সংগ্রহ

প্রকাশনী.নেট সরাসরি ভিজিটরদের কোন তথ্য সংগ্রহ করে না। শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যক্তির নাম এবং ইমেইল ঠিকানা সংরক্ষণ এবং ব্যবহার করে থাকে। আমাদের সাইটটিতে ব্যবহৃত কিছু প্রযুক্তি ভিজিটরদের কিছু তথ্য (ব্যবহারকারীর অবস্থান, আইপি ঠিকানা ইত্যাদি) সংরক্ষণ করতে পারে। তদুপরি এসব তথ্য কেবলমাত্র সাইট মনিটর করা, ব্যবহারকারী আচরণ বিশ্লেষণ করা এবং সর্বপোরি সাইটটির সার্বিক মান উন্নয়নের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমাদের সাথে যোগাযোগ করার ফরম এবং সাইটের ব্লগে মন্তব্য করার জন্যও আমরা ব্যবহারকারী বা ভিজিটরদের ইমেইল ঠিকানা সংরক্ষণ করে থাকি তবে সেটা কেবল মাত্র ব্যবহারকারীকে সুর্নিদিষ্টভাবে চিহ্নিত করার জন্য।

তথ্য নিরাপত্তা

প্রকাশনী.নেট সকল ব্যবহারকারীর তথ্যের শতভাগ নিরাপত্তা দিতে অপারগ। যদিও আমরা আমাদের স্বল্প স্বক্ষমতায় সর্বোচ্চ চেষ্টা করে থাকি ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখতে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা আমাদের সাইটটিতে নতুন তথ্য নিরাপত্তা ব্যবস্থার সূচনা করেছি। বর্তমানে সাইটির সকল তথ্য “এসএইচ ২৫৬ আরএসএ” প্রযুক্তির দ্বারা সুরক্ষিত যা আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) কর্তৃক ডিজাইন এবং নির্মান করা হয়েছে।

এই পাতায় উল্লেখিত সকল নীতিমালা আমরা নিয়মিত পরিবর্তন বা পরিমার্জন করে থাকি। তাই সাইট ব্যবহকারীদের নিয়মিত এই পাতাটি পড়ে দেখার জন্য অনুরোধ করা হলো।