ব্লগ

প্রকাশনী ব্লগে আপনাকে স্বাগতম।

শুভ নববর্ষ – ১৪২৭

আজ পহেলা বৈশাখ, সময়ের চাকা ঘুরে আবারো আমাদের মাঝে বাংলা নতুন বছরের প্রথম দিনটি ফিরে এসেছে। দিনটি এমন একটা সময়ে এলো যখন পুরো মানবসভ্যতা এক ক্রান্তিলগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে অজানা আতঙ্ক, মৃত্যুর হাতছানি। এই মিছিলে আমরা হারিয়েছি অনেক চেনা-জানা কিংবা নিতান্তই অজানা-অচেনা মুখ, তবুও এই মিছিলের দীর্ঘ লাইন একজন স্বাভাবিক মানুষ হিসেবে আর সবার মতোই আমাদেরও ব্যাথিত করেছে, করছে।

Bangla New Year 1427বাংলা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি আর সমৃদ্ধির নতুন বারতা, শুভ নববর্ষ।

আজ কোন আনন্দ উৎসব নয়, আজ বেদনার দিন। অভাবনীয় এই দুর্যোগে, আজ সময় হয়েছে সবার সচেতন হবার। মানব জাতির সবাইকে সম্মিলিতভাবে এক সাথে দাঁড়াতে হবে এই দুর্যোগকে মুখোমুখি প্রতিরোধ করার জন্য। তাই আজ কোন গান নয়, নয় কোন কবিতা।

নতুন বছরের এই দিনে দৃঢ় আর দৃপ্ত শপথ হোক সহযোগিতা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার। ঘৃণা কিংবা ভয় নয়, আমাদের আশে-পাশের দুঃখী মানুষগুলোর মুখে দু’বেলা অন্ন তুলে দেয়ার, কিছুটা দূরত্ব বজায় রেখে। সময়ের ব্যবধানে মানুষ এই ভয়কে জয় করবেই এটাই হোক প্রত্যাশা। সবাই ভালো আর সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। শুভ নববর্ষ।

মন্তব্যসমূহ

আপাতত মন্তব্য করা সম্ভব নয়।