আসাদ মান্নান

( ০৩ নভেম্বর ১৯৫৭ )

সত্তর দশকের প্রথম সারির অন্যতম শক্তিশালী কবি। তাঁর কাব্যবুননে নিজস্ব ধরণ কৌশল বা রীতি তাঁর স্বকীয় প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে আসছেন। বাংলা কবিতায় তাঁর নিজস্ব বলয় সৃষ্টির বিষয়টা নি:সন্ধেহে একটি মেরুকরণ বলা যেতে পারে। বাংলাভাষার কবি ও কবিতায় তিনি বিশেষ একটা জায়গায় অনবদ্য অবস্থান নিয়ে আছেন, বলতে গেলে ঈর্ষণীয়। কবি আসাদ মান্নান একজন সুপরিচিত এবং সুনন্দিত নাম। বাংলাদেশের রাজনীতি এবং সামাজিক আন্দোলনের তাঁর কবিতা অগ্রণী ভুমিকা পালন করে আসছে। সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ ১৯৭৬ ও ১৯৭৭ সালে শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে পরপর দু'বার "বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরস্কার", ২০০৭ সালে জীবনানন্দ দাশ পুরস্কার, ২০১২ সালে কবিকুঞ্জ পদক ও সম্মাননাসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।