গান

মুকুলের মুখ আল্‌গা হ’ল (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

মুকুলের মুখ আলগা হ'ল হাল্‌কা হাওয়াতে! সাগরের বুক উঠ্‌ল দুলে চাঁদের চাওয়াতে! আপন-ভোলা স্বপন এসে সকল পণই গেল ভেসে, ভেসে গেল নন্দনেরি বনচ্ছায়াতে!বিস্তারিত

আজি এই সাঁঝের হাওয়ায় (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

আজি এই সাঁঝের হাওয়ায় দুলে ওঠে ফুলের ভুবন! দুলে ওঠে ফুলের সাথে ফুলের মত মঞ্জুল মন! এত ফুল কোথায় ছিল? কোথায় ছিল এত হাসি? উধাও-করা ফাগুন-হাওয়া, সোহাগ-ভরা জ্যোৎস্নারাশি! প্রাণে আজি লাগ্‌ছে মোহ, কে যেন কী রাখ্‌ছে গোপন! স্বপন আজি ফলবে...বিস্তারিত

কেন নয়ন হয় গো মগন (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

কেন নয়ন হয় গো মগন মঞ্জুল মুখে! কেন হৃদয় ভিখারী হয় রূপের সমুখে? মর্ত্ত্য মাহষ চাঁদের লোভে কেন মরে মনের ক্ষোভে বুকে ধরে বিদ্যুতেরে হায় সে কোন্‌ সুখে!বিস্তারিত

চাঁদেরি মত চির সুন্দর সে (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

চাঁদেরি মত চির সুন্দর সে চাঁদেরি মত চিরদিন সুদূরে! সুধা বরষে শুধু হাসে হরষে সুন্দর সে- হেসে চায় মধুরে! চিরদিন সুদূরে! তারে ধরিতে নিতি পাপিয়া এসে রেশ্‌মী সোপান গাঁথে সুরের রেশে! ফাল্গুনী বায়ে সে যে ফিরায় পায়ে, -গুণ্‌গুণিয়া শুধু রুণ...বিস্তারিত

যদি তোমার চোখের আলোয় (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

যদি তোমার চোখের আলোয় কোথাও ফোটে সুখের হাসি, ধন্য তবে জীবন তোমার তোমার পথে ফুলের রাশি। তোমার স্মৃতি তোমার গীতি কোথা ও যদি জাগায় প্রীতি তবে দুখের ফণায় বসি' সুখের সুরে বাজাও বাঁশী।বিস্তারিত

আমার পরাণ ঘিরি’ ফুট্‌ল কুসুম (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

আমার পরাণ ঘিরি' ফুট্‌ল কুসুম তোমার হাসিতে,- তোমার চোখের সিগ্ধ-সরস জ্যোৎস্না-রাশিতে! নন্দনেরি মন্দার-হার লুটায় যেন অঙ্গে আমার, অজানা আনন্দে হৃদয় রহে ভাসিতে!বিস্তারিত

হায়! বারণ করে! (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

হায়! বারণ করে! বারণ শুনি'- কি গো- তটিনী ফেরে? তবু, বারণ করে! চরণ ধ্বনি- তার- যখনি শুনি বুকে সে বাজে- লাজে- কথা না সরে! আপনা ভুলি'- হায়- দু'আঁখি তুলি' উছলি' চলি- খোলা- ঝরোখা 'পরে। হায়? বারণ করে! বাদর ঝরে- বল-...বিস্তারিত

গান গেয়ে হায় কে যায় পথে (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

গান গেয়ে হয় কে যায় পথে কান দিয়ে না তায়! কেঁদেই যদি মরে বাঁশী, কার কি আসে যায়? মন যদি হায় কেমন করে সায় দিতে চায় বাঁশীর স্বরে ভুলেও তবু এস না, হায়, মুক্ত জানালায়। লাজুক বাঁশী বাজুক বনে,- কাঁদুক...বিস্তারিত

গোলাপ (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

আমি ছিনু শোভাহীন নিঃস্ব মরুদেশে, আমি ছিনু বাব্‌লার সাথী, প্রেমিক পথিক এসে মোরে ভালোবেসে আমারে ফুটালে রাতারাতি! রাঙা সে করেছে মোরে অনুরাগ দিয়ে অশ্রু দিয়ে করেছে সুরভি, করেছে সুষমাময় সোহাগে ঘিরিয়ে পাগল সে পথভোলা কবি! তাই আজি বুল্‌বুল্‌ গাহিছে নিয়ত...বিস্তারিত

পিয়াও মোরে রূপের সুধা (গান)

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গান

পিয়াও মোরে রূপের সুধা রূপের সুরা পিয়াও তাই! এক নিমেষের একটু হাসি তাহার বেশী নাহি চাই। এসেছি সব ভিন্ন পথে ভিন্ন পথেই থাক্‌ব যেতে, শুভক্ষণের সুখ-স্মৃতি,- তাই যেন গো পাই। আঁখির সুধা বৃষ্টি কর,- দিনে স্বপন সৃষ্টি কর, হাসিতে ফুল...বিস্তারিত