গোবিন্দ হালদার

( ২১ ফেব্রুয়ারি ১৯৩০ - ১৭ জানুয়ারি ২০১৫, উইকিপিডিয়া )

ভারতের পশ্চিবঙ্গে জন্মগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি গীতিকার ও কবি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম দূর দিগন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে তার লেখা বেশ কিছু গান মুক্তিযোদ্ধাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলো। তার লিখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি", "এক সাগর রক্তের বিনিময়ে", "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে"। তার জীবদ্দশায় তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান রচনা করেছেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গান

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।