সমর সেন

( ১০ অক্টোবর ১৯১৬ - ২৩ আগস্ট ১৯৮৭, উইকিপিডিয়া )

সমর সেন (১৯১৬-১৯৮৭) বাঙালী কবি, সাহিত্যিক। কর্ম জীবনের বৃহৎ অংশ কেটেছে তাঁর সাংবাদিকতায়। নাগরিক জীবনের স্বভাব, অভাব ও অসঙ্গতির বিদ্রূপাত্মক চিত্রায়ণ ঘটেছে তাঁর কবিতায়। আলোর জন্য অনাবিল অস্থিরতা থেকেই তিনি অন্ধকারময় জীবনের বিবিধ বিপর্যয়ে বিক্ষুব্ধ হয়েছেন, যদিও তাঁর এ ক্ষোভের প্রকাশ কখনও খুব তীব্র হয়নি। তাঁর বিদ্রূপের ভাষা তীক্ষ্ণ, ভঙ্গি মর্মান্তিক, লক্ষ্যভেদী। মধ্যবিত্তের প্রতিনিধি হিসেবেই তিনি স্বশ্রেণীর স্বরূপ উন্মোচনে স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গান

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।