অগ্নিবীণা

( আর্য পাবলিশিং হাউস, ১৯২২ )

এটি কাজী নজরুল ইসলামের প্রখ্যাত কবিতা গ্রন্থ যা ১৯২২ সালের অক্টোবর মাসে (কার্তিক, ১৩২৯ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিলো। প্রকাশক: গ্রন্থকার, ৭ প্রতাপ চাটুজ্যে লেন, কলিকাতা; প্রকাশকরূপে অনেক ক্ষেত্রে উল্লিখিত হয়েছেন শরচ্চন্দ্র গুহ, আর্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রীট মার্কেট, কলিকাতা। এতে উৎসর্গ হিসেবে লিখিত একটি কবিতা সহ আরো ১২টি কবিতা রয়েছে।