আত্মশক্তি

( মজুমদার লাইব্রেরি, ১৯০৫ )

এটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একটি প্রবন্ধগ্রন্থ যা ১৯০৫ সালে কলকাতায় দিনময়ী প্রেসে শ্রিহরিচরণ মান্না কর্তৃক মুদ্রিত ও মজুমদার লাইব্রেরি কর্তৃক প্রকাশিত হয়। লেখক এখানে বুঝাতে চেয়েছেন যে ভারতবর্ষের একটি সমৃদ্ধ ঐতিহ্য ও প্রীতির বন্ধন ছিলো যা ইংরেজদের অনুকরণের ফলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ভারতবর্ষে চাইলেই ইংরেজদের সফল হওয়া বিষয়গুলো চাপিয়ে দিলে তা এখানে সফলতা নাও দেখতে পারে। প্রবন্ধগুলোতে প্রবল দেশপ্রেম লক্ষ করা গিয়েছে। এতে মোট ১০টি প্রবন্ধ রয়েছে।