শেষ লেখা

( ১৯৪১ )

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ যা ১৯৪১ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। কবি এটির নামকরণ করে যেতে পারেননি। এই গ্রন্থের কিছু কবিতা কবির সহস্তে লিখিত আবার কিছু উনি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে রচনা করেছেন এবং উপস্থিত কারো দ্বারা লিখিত হয়েছে। পরে তিনি সংশোধন করে মুদ্রনের অনুমতি দিতেন। এমনকি শেষ কবিতাটি ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ মুখে মুখে রচিত; তবে তা আর সংশোধনের অবসর ও সুযোগ তার হয়নি। এই গ্রন্থে মোট ১৫টি কবিতা রয়েছে।