আহমদ ছফা

( ৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১, উইকিপিডিয়া )

সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রেখেছেন প্রতিভার স্বাক্ষর। কবিতা, গান, ছােটগল্প, উপন্যাস, শিশু সাহিত্য, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে বহুগ্রন্থের প্রণেতা। বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। বস্তির শিশুদের বিদ্যাপীঠ সুলতান-ছফা পাঠশালার প্রতিষ্ঠাতা। তাঁর বেশ কিছু রচনা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ সম্পন্ন করেছেন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইতিহাস পরিষদ পুরস্কার, সাদত আলী আকন্দ পুরস্কার (প্রত্যাখ্যান), লেখক শিবির পুরস্কার (প্রত্যাখান) এবং মরণােত্তর একুশে পদক লাভ করেন ২০০২ সালে।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।