রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

( ১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১, উইকিপিডিয়া )

বাংলা প্রতিবাদী কাব্যধারায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এক অনিবার্য নাম। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের উত্তাল কালপর্বে আর্বিভূত এই কবি একাধারে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের নিবিষ্ট সাধক। মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি আমৃত্যু দায়বোধ তার কাব্যের মৌল শক্তি। সকল অসাম্য, শোষণ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ তাকে পরিচিতি দিয়েছে তারুণ্যের দীপ্র প্রতীক হিসেবে। কবির জন্ম ১৬ অক্টোবর, ১৯৫৬ বরিশাল রেডক্রস হাসপাতালে। শৈশব কেটেছে মিঠেখালি গ্রামে ও মােংলায়। ঢাকার ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এস, এস, সি, ১৯৭৫ সালে ঢাকা কলেজ থেকে এইচ, এস, সি, এবং ১৯৮০ ও ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মান ও এম, এ, পাশ করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা, সাময়িকী ও লিটল ম্যাগাজিনে অসংখ্য লেখা প্রকাশিত হয়। ১৯৯১ ২১ জুন এই দীপ্ত ও প্রতিভাবান তরুণ কবি অকালে মৃত্যুবরণ করেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।