ত্রিদিব দস্তিদার

( ৩১ ডিসেম্বর ১৯৫২ - ২৫ নভেম্বর ২০০৪ )

একজন বাংলাদেশী কবি ও গীতিকার। চির তরুণ, বর্ণিল, বােহেমিয়ান কবি ত্রিদিব দস্তিদার। সত্তর দশকের উত্তাল কালপর্বে এই রক্তিম তরুণ নিজেকে সমর্পিত করেন মাটি, মানুষ ও কবিতার অগ্নিমন্ত্রে। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং ১৯৭২-এ তাঁর কবিতার প্রথম প্রকাশ। যেন, এই কাল-পারম্পর্যই তাঁর সার্বভৌম জীবন ও শিল্পসত্তার অনিবার্য নিয়ামক। আমৃত্যু স্বাধীন, সংসারহীন ছিলেন তিনি- তাই গেরস্থালি পেতেছিলেন কবিতার সঙ্গে। ২০০৪ সালের ২৫ নভেম্বর, প্রায় ৫৩ বছর বয়সে এই চির তরুণ কবি পরলোক গমন করেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গান

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।