বোধোদয়

( )

এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর একটি গ্রন্থ যা ১৮৫২ সালে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এতে তিনি বিভিন্ন পদার্থ ও পরিমাপ ও নীতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। ইংরেজিতে তিনি এই বই-এর নাম দেন Rudiment of Knowledge। এতে মোট ১৬টি রচনা রয়েছে।