জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

( ভারত বুক এজেন্সি, ভারত, ১৯৫৪ )

এটি কবি জীবনানন্দ দাশ সংকলিত স্বরচিত কবিতার একটি সংকলন যা কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে (বৈশাখ ১৩৬১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে কবির মৃত্যুর পরবর্তী বৎসর ভারত সরকার কর্তৃক এই গ্রন্থটি শ্রেষ্ঠ বাংলা গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং জীবনানন্দ দাশকে এই গ্রন্থের জন্য মরণোত্তর 'সাহিত্য অকাদেমী পুরস্কার' প্রদান করা হয়। জীবনানন্দই এই পুরস্কারের প্রথম প্রাপক। গ্রন্থটিতে মোট ৭১টি কবিতা থাকলেও শেষ ১৩টি কবিতা ব্যতিত বাকিসব অন্যান্য গ্রন্থে প্রকাশিত হয়েছিলো। তাই এখানে শেষ ১৩টি কবিতা সংগৃহিত হলো।