খাপছাড়া

( শ্রী কিশোরীমোহন সাঁতরা, ১৯৩৭ )

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯৩৭ সালে প্রকাশিত হয়। এতে কোনো কবিতার শিরোনাম না দিয়ে সংখ্যার ক্রমান্বয়ে সাজানো হয়েছে। উৎসর্গ কবিতা সহ প্রথম ১০৫টি কবিতার সাথে আরো ২৪টি সংযোজিত কবিতা নিয়ে এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ১৩০টি।

সূচীপত্র