ঝিঙেফুল

( ১৯২৬ )

এটি কাজী নজরুল ইসলাম রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ। বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে এটি প্রকাশিত হয় চৈত্র ১৩৩২, ১৪ই এপ্রিল ১৯২৬ সালে। তবে সাপ্তাহিক গণবাণী পত্রিকার বিজ্ঞাপন দৃষ্টে অনুমিত হয় যে, গ্রন্থটি ১৩৩৩ সালের আশ্বিন মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। বইটি উৎসর্গ করা হয় 'বীরবাদলকে'। এর প্রকাশক গোপালদাস মজুমদার, ডি. এম. লাইব্রেরি, কলিকাতা। এবং মুদ্রিত হয়েছিলো কান্তিক প্রেস; ২২ নং সুকিয়া স্ট্রিট, কলিকাতা থেকে। এতে মোট ১৪টি কবিতা রয়েছে।