ক্ষণিকা

( বিশ্বভারতী, ভারত, ১৯০০ )

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯০০ সালে (১৩০৭ বঙ্গাব্দে) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীঅশোক মুখোপাধ্যায়। মুদ্রণে ছিল সৌমেন্দ্রনাথ পাল, ভিক্টোরিয়া প্রিন্টিং ওয়ার্কস্, কলকাতা। এতে মোট ৬৩টি কবিতা রয়েছে।