সঞ্চিতা

নাম তার ছিলো সঞ্চিতা
যাকে নিয়ে লেখা এ কবিতা,
চোখে তার ছিলো কল্পনা
রেখে গেছে বুকে যন্ত্রণা।

তাকে ছাঁড়া বাঁচবো না,
ও তাকে ছাঁড়া বাঁচবো না।

লিখে ছিলে কিছু কথা
সাদা কাগছে,
বুঝিনিতো তার কিছু
আজও আমি যে,
দেখলাম তুমি চলে গেলে
দিয়ে গেলে শুধু বঞ্চনা।

অভিমানে কিছু আশা
আজও হৃদয়ে,
ভাবি শুধু সে আশা
বাঁচে কি নিয়ে,
বোঝাতে পারিনি নিজেকে আমি
কে দেবে আমায় সান্ত্বনা।

কন্ঠ: রবি চৌধুরী
কথা: আহমেদ রিজভী, এইচ.এম. নিপু
সুর: প্রণব ঘোষ