বাংলাদেশ ‘৯৫

নিজের দেশ
হতে পারে এই গরিবের দেশ,
হতে পারে অবহেলিতের দেশ
তবু যে আমার বাংলাদেশ।

সবুজ দেশে
লাল টকটকে সূর্য উঠে,
দোয়েল কোয়েলের গানের সুরে
ভোরে আমার ঘুম ভাঙ্গে।

বাংলাদেশ,
মাগো যখন আমি তোমার কোলে
মনে পড়ে কানে বলেছিলে-
“এ দেশ তোমারই দেশ, ভালোবাসার বাংলাদেশ,
ধরে রেখো বুকের রক্ত ঢেলে সোনার দেশ,
শত্রুর প্রলোভনে বিকিওনা ধরণীকে।”

কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালোবাসা।

নিজের দেশ
এ আমার দুঃখিনী মায়ের দেশ,
এ আমার নিপীড়িতের দেশ
তবু যে আমার বাংলাদেশ।

পুকুর পাড়ে
পদ্ম ফুল আমি ফুটতে দেখে,
বিনা তারে শুনি বাউল সুরে বলি
ধন্য আমার জন্মকে।

বাংলাদেশ,
মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু’যুগ ধরে,
এ দেশ রক্ত-ভেজা, অশ্রু-ভেজা বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে।

কন্ঠ: মাকসুদুল হক
সুর ও সঙ্গীত: গৌতম ঘোষ