উন্মাদনায় কাটে প্রেম

স্বপ্ন বিভোর রাতের শেষে তোমার কথা ভেবে
উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে
ভোরের আলো আর প্রথম রবির কিরণ দেখে
উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে
আমার বুকের অনুরণন এ এখন অন্যরকম
বলো তোমার মনেও কি ছন্দহারা
মাতাল হাওয়া কি দোলা দেয়?
উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে।।
যায় যায় দিন যায় চলে যায়
নেই তার খোঁজ কোন ঠিকানায়
সে হারালো কোথায়।।

চাঁদের কথা আর প্রাচীন প্রেমের উপমা
ছিল না তো এই আমার পথ চলায়
দিগন্তবিহীন আমার মনের গোপন বাসনা
ঝড়ে গেল নিরাশায় তোমায় খুঁজে
তোমার স্মৃতি এক পাখীর ডানায় উড়ে যায়
বলো আসবে কি তুমি ফিরে আবার
নতুন কোন এক অন্তরায়
উন্মাদনায় কাটে প্রেম তোমার খোঁজে।
বিভীষিকায় আর উৎকণ্ঠায় কাটে প্রহর
তুমি যদি এসে যাও আবার চলে
ক্লান্ত আমি ঘুমিয়ে পড়ি
আঁচল পাতা তোমার কোলে
অনুরাগে প্রতিদিন রাত্রি এলে।।

কন্ঠ: মাকসুদুল হক
কথা: মোশতাক হোসেন দিদার, মাকসুদুল হক
সুর: গৌতম ঘোষ
সঙ্গীত: ফুয়াদ নাসের বাবু