চৈতালী বেলা শেষে

চৈতালী বেলা শেষে
যখন রাঙিয়ে গেলে
আমার এ’মন,
তখনো দেখিনি আমি
আরো কি যে বলেছিলো
তোমার নয়ন।

এক রাশ ফুলে ফুলে
যে সুর দিয়েছো ছড়িয়ে,
আমি আজ তার সুধা
নিয়েছি কুঁড়িয়ে।
আমার সাগরে ঢেউ আর ঢেউ-এ
লেগেছে দোলন।

এ’ঝরাপাতার দিনে
ডাকলে যখন আমাকে,
বসন্ত বাহারে
পাবো কি তোমাকে?
পাওয়া না পাওয়ার এই
আশা নিরাশার মাঝে
রয়েছি এখন।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য