যে পথে পথিক নেই

যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর
এক গ্লাস অন্ধকার হাতে।

অর্ধেক পুর্ণিমা রাতে
মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা
নির্ঘূম রাত শেষে
চাঁদের ফাঁসি হয়
সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে।

রাত জাগা অজস্র তারা
বানায় আলোর সেতু
নিরব রাতে নিরবতা ভাঙ্গে
উড়ন্ত ধূমকেতু
ছায়াপথ ধরে
আমি হেঁটে যাই
অসীম আমি
ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায়
উৎসবে মাতে।

কন্ঠ ও সুর: জেমস