পরান কান্দে

যার লাগি এই পরাণ কান্দে
যারে আমি খুঁজি নিরন্তর,
তারই কাছে বান্ধায় আছে
আমার এই অন্তর।

বুকের মাঝে পিদিম জ্বেলে
অন্ধকারে হারিয়ে গেলাম একা,
ও আমার পন্থ চাওয়া হইল না শেষ
মনের/প্রাণের মানুষ দেয় না এসে দেখা।

যার লাগি এই মানব জীবন
জন্ম জন্মান্তর,
তারই আছে বান্ধায় আছে
আমার এই অন্তর।

স্বপ্ন মেশা অশ্রু দিয়ে
নয়ন কোনায় যার ছবিটি আঁকা,
ও আমার জীবন কুঞ্জে আইলো না সে
ফুল পাখিরা মেলে না রে পাখা

যার লাগি এই মায়ার ভুবন
সুবর্ণ পিঞ্জর
তারই কাছে বান্ধায় আছে
আমার এই অন্তর।

কন্ঠ: রবি চৌধুরী
সুর: প্রণব ঘোষ