বহুদুর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকী।।
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে।
তুমি ভয় পেও না, তুমি থেমে যেওনা।।
তুমি ভয় পেও না।
আগামীর রথে, হাতে হাত রেখে
পারি দিতে হবে এক দীর্ঘ নদী
বুক ভেঙ্গে যাবে, অভিযোগ অভিমানে
অবিশ্বাস বুকে থাকে যদি।
তুমি ভয় পেও না, তুমি থেমে যেওনা।।
বিকেলের রোদে, যদি মন বেঁধে
পেতে চাও আলোকিত এক রাতের প্রহর
খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে
অমানিশা তোমার অন্তরে।
তুমি ভয় পেও না, তুমি থেমে যেওনা।।
কন্ঠ ও সুরঃ আইয়ুব বাচ্চু