একটি চিঠি

শুনেছি জ্বলতে জ্বলতে নাকি সব আগুনই নিভে যায়,
সব প্রেমই ধীরে ধীরে মলিন হয়ে যায়।
চলে যায় তারা অস্তাচলের পথে…

একটি চিঠি তুমি লিখেছ আমায়
লিখেছ ইচ্ছে হলে যেন আমিও লিখি,
নিজের কথা কিছু ওগো লিখনি তেমন
জানতে চেয়েছ আমি কেমন আছি।

জানতে চেয়েছ তুমি আগের মত আমি
রাত জেগে কি আজো লিখি কবিতা,
উদন্ত হয় এলোমেলো ভাবনাতে
আরেকটি দিন হয়ে যায় রাতটা।
কখোনো জেনো না ওগো জানতে দেবোনা
অকারনে মনে পড়ে সেই স্মৃতিটা।

জানতে চেয়েছ তুমি আগের মতন আমি
এখনো কি জ্বলছি সেই আগুনে,
বিভ্রান্ত হয়ে পুড়ে পুড়ে আজ ছাই
তবু পোড়েনি ওগো সেই ছবিটা।
কখনো জেনোনা ওগো জানতে দেবোনা
অকারনে মনে পড়ে সেই স্মৃতিটা।

কন্ঠ, সুর ও আবৃত্তি: আগুন