কিছুই পেলাম না

জীবনে জীবনে জীবনে জীবনে শালার
কিছুই পেলাম না।

না ভালবাসা
না প্রেম,
না আশ্রয়,
না ঠিকানা।

দুখের দহনে, বিষাদ ছোবলে
হয়ে গেছি আমি ছারখার,
এই জীবনে কিছুই পেলাম না
পেলাম শুধু নিঠুর ছলনা।

বিষের বাতাসে, চরম আঘাতে
হয়ে গেছি আমি পাংশু,
অন্ধকারে পরে আছি আমি
দু’চোখ বেয়ে ঝরে করুণ কান্না।

কন্ঠ ও সুর: জেমস
কথা: জেমস, বিশু শিকদার