শুরু হবে

শুরু হবে…
শুরু হবে ভালোবাসা
শুরু হবে নতুন করে,
শুরু হবে আশা।

শুরু হবে নতুন দিন
দুঃখের দিন শেষে,
যত দুঃখ জ্বালা আছে
স্রোতে যাবে ভেসে।

শুরু হবে কোলাহল, পথে পথে চলাচল
শুরু হবে, শুরু হবে, শুরু হবে।

আবার বাজবে বাঁশি কল-কারখানা
বন্দরে বন্দরে,
কৃষক শ্রমিক মজুরেরা
কথা বলবে কলস্বরে।

ঘাটে ঘাটে ভিড়বে তরী
জীবনের সওদা নিয়ে,
পৃথিবী হবে মুখরিত
হাসি আর গানে গানে।

ডাক দিয়ে যায় মহাকাল
শুরু হবে নতুন সকাল,
আবার পথে পথে গাইবে পথিক
ভালোবাসার গান।

মাঠে মাঠে বাজবে বাঁশি
রাখালিয়া সুরে সুরে,
ভেসে যাবে পানসি আমার
উজান ভাটা জোয়ারে।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস